বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত 

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত 

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে সুজন বর্মন নামে এক যাত্রী নিহত ও তার পরিবারের তিনজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ জুন) নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার কান্দুলিয়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে। নিহত সুজন বর্মন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে। তিনি নেত্রকোণার মোহনগঞ্জে তার ভগ্নিপতির স্বর্ণের দোকানে কাজ করতেন।

 নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ জুন) সুজন বর্মন তার স্ত্রীকে নিয়ে সিএনজি করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। সিএনজিটি সদর উপজেলার কান্দুলিয়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি দ্রুতগামী ট্রাককে অভারটেক করতে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় সিএনজি সড়কের পাশে পড়ে যায়। এতে সিএনজির 

৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুজন বর্মনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ